কলেজবিধি :
কলেজের প্রত্যেক শিক্ষার্থীর ভদ্র, শালীন ও আদর্শ্ শিক্ষার্থীসুলভ বাঞ্চনীয়। ক্লাসে যথাসময়ে উপস্থিতি, পাঠাগার ও গবেষণাগারে নিরবতা, পছিন্নতা ও শৃঙ্খলা একান্তভাবে কাম্য।শিক্ষার্থীদের নিম্নোক্ত আচরণবিধি মেনে চলা আবশ্যক।
সকল শিক্ষার্থী নির্ধারিত পোষাক পরিধান করে প্রতিদিন কলেজে আসা বাধ্যতামূলক, নির্ধারিত পোষাক ছাড়া কলেজ প্রাঙ্গণে প্রবেশ নিষেধেএছাড়া কলেজ ইউনিফর্ম্ পরে কলেজের বাইরে কোন প্রকার শৃঙ্খলা বর্জিত কোন কাজ প্রমাণিত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
• নিয়মিত ক্লাসে উপস্থিতি, পরিষ্কার পরিছন্ন পোষাক পরিধান করা এবং কথা ও কাজে সৌজন্যবোধ থাকা প্রত্যেক শিক্ষার্থীর জন্য অত্যাবশ্যক।
• কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোন শিক্ষার্থী ক্লাস চলাকালীন সময়ে কলেজ ক্যাম্পাসের বাইরে যেতে পারবে না।
• কোন শিক্ষার্থী শৃঙ্খলাবরোধী কাজে লিপ্ত হলে এবং পরীক্ষায় অসুদপায় অবলম্বন করলে উক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
• শিক্ষার্থীদের অবশ্যই ক্লাস শুরুর ১৫ মিনিট পূর্বে শ্রেণিকক্ষে হাজির হতে হবে।
• শ্রেণিকক্ষে বেঞ্চ, ডেস্ক, চেয়ার, টেবিল, ব্লাকবোর্ড্, ডায়াস, দেয়াল অথবা টয়লেটে কোনকিছু লেখা শাস্তিযোগ্য অপরাধ।
• পাঠের অপ্রয়োজনীয় কোন বই, লিফলেট বা দ্রব্যাদি কলেজে আনা বা সঙ্গে রাখা নিষেধ।
• কলেজ ক্যাম্পাসে মোবাইল সঙ্গে রাখা ও ব্যবহার করা এবং রাজনৈতিক তৎপরতা চালানো সম্পূর্ন্ নিষিদ্ধ।
• এ প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর কোন অবস্থাতেই বোর্ডের অনুমতি ছাড়া ভর্তি বাতিলের আবেদন করা যাবে না।
• ক্লাস চলাকালীন অভিভাবক ছাড়া অন্য কেউ শিক্ষার্থীর সাথে সাক্ষাৎ করতে পারবে না।
• শিক্ষাবর্ষের প্রতি পর্বে প্রত্যেক শিক্ষার্থীকে মোট অনুষ্ঠিত ক্লাসের ৭৫% উপস্থিত থাকতে হবে। এর কম উপস্থিত থাকলে আভ্যন্তরীন অথবা বোর্ড্ পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
• কোন শিক্ষার্থী ক্লাস চলাকালে ক্লাসের বাইরে থাকতে পারবে না।ক্লাস না থাকলে লাইব্রেরী অথবা মিলনায়তনে অবস্থান করতে পারবে।
• সর্বোপরি কলেজের সার্বিক সুনাম ক্ষুন্ন হয় এমন কোন কাজ শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।
LATEST NEWS
- সকল শাখার একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য অনলাইন ক্লাস রুটিন(নতুন)
- একাদশ ও দ্বাদশ শ্রেণী (বিএম) শাখার ১ম অ্যাসাইনমেন্ট
- ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট
- ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এনসিটিবি কর্তৃক প্রণীত ইংরেজি ২য় পত্রের ৩য় সপ্তাহের গ্রীড মোতাবেক ২নং অ্যাসাইনমেন্ট সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি
- ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ১ম পত্রের বিশেষ মূল্যায়ন পরীক্ষার উত্তরপত্র জমাদান স্থগিত প্রসঙ্গে
College Rules