একটি জাতির সমৃদ্ধি এবং উন্নতিতে নারী শিক্ষার কোন বিকল্প নেই। আর এ লক্ষ্যকে সামনে রেখে ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজ নারী শিক্ষাবিস্তার, উচ্চশিক্ষায় প্রবেশের ক্ষেত্রে, সৃষ্টিশীল ধ্যান-ধারনা বিকাশে, সু-শিক্ষিত নারী সমাজ গড়ে তুলতে নিরালস কাজ করে চলছে।
সময়ের বাস্তবতায় বর্তৃমান শিক্ষা ব্যবস্থায় আমরা এক কঠিন বাস্তবতার সম্মুখীন। যেখানে শিক্ষা ব্যবস্থার সৃজনশীলতা এক নতুন মাত্রা যোগ করেছে। যা বাস্তবায়নে শিক্ষকদের গ্রহণ করতে হচ্ছে পর্যাপ্ত প্রশিক্ষণ ও সাধনা।আর এই অভিজ্ঞতা দক্ষতার প্রয়োগ হচ্ছে অত্র কলেজের শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাধারা বিকাশের ক্ষেত্রে।এ জন্য মহিলা কলেজের শিক্ষা ব্যবস্থায় প্রয়োগ হচ্ছে তথ্য প্রযুক্তিগত শিক্ষা কা্র্যক্রম।কলেজের ক্লাস রুমে শুরু হয়েছে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস গ্রহনের প্রক্রিয়া।নিশ্চিত হচ্ছে কম্পিউটার ল্যাবের মাধ্যমে কম্পিউটার শিক্ষা্,পা্চ্ছে ইন্টারনেট সুবিধা।ফলে আমরা প্রবেশ করতে পেরেছি আধুনিক শিক্ষাদান প্রক্রিয়ায়।
‘সময়ের সাথে আমরা আগামীর পথের স্বপ্ন দেখাই’ এই শ্লোগানকে সামনে রেখে আমরা আমাদের শিক্ষা কা্র্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় ব্রত।
সৃজনশীল শিক্ষা ব্যবস্থায়-সৃষ্টিশীল ধ্যান-ধারনা শিক্ষার্থীদের মধ্যে জাগ্রত করতে, শিক্ষার্থীদেরকে গ্রন্থাগারমুখী করে, সঠিক পরিকল্পনা, পাঠদান প্রক্রিয়া, শক্তিশালী সংগঠন ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে নারী জাগরণে আমাদের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে সক্ষম হবোই।