About

এক নজরে ময়মনসিংহ মহিলা ( ডিগ্রি ) কলেজ

ময়মনসিংহ মহিলা ( ডিগ্রি ) কলেজ, ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন ৩১, সি.কে. ঘোষ রোড, ময়মনসিংহ শহরে অবস্থিত। চার তলা ফাউন্ডেশন নির্মিত তিনটি তিনতলা ভবনে ভবনে প্রশাসনিক, একাডেমিক ও সুসজ্জিত হোস্টেল কার্য্ক্রম পরিচালিত হচ্ছে। কলেজটিতে রয়েছে আধুনিক সুযোগ – সুবিধা সম্বলিত প্রায় ৩০ টি শ্রেনীকক্ষ। এক হাজারের অধিক শিক্ষার্থী সংস্থানে নির্মিত ছাত্রী মিলনায়তন, যেখানে কলেজের ভিবিন্ন অনষ্ঠানাদি উদযাপন হয়ে থাকে। বিজ্ঞান বিভাগে ৩ টি সমৃদ্ধ গবেষণাগার, সুন্দর ও সমৃদ্ধশালী গ্রন্থাগার এবং স্বয়ংসম্পূর্ন্  ICT ল্যাব ররয়েছে। নিরাপত্তা বেষ্টিত ছাত্রী নিবাস বৃহত্তর ময়মনসিংহের প্রত্যন্ত এলাকার ছাত্রীদের আবাসনের সংকট কাটিয়ে উঠতে ব্যপক ভুমিকা পালন করছে। সেখানে একজন হোস্টেল সুপারের নেতেৃত্বে ছাত্রীদের লেখাপড়া, খাবার-দাবাড় এবং স্বাস্থ্যগত দিক সার্ব্ক্ষনিক তত্ত্বাবধানে রয়েছে। সুযোগ্য অধক্ষ্য মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে কলেজের সকল বিভাগগুলো সুশৃঙ্খলভাবে আবদ্ধ। মাল্টিমিডিয়া  প্রজেক্টরের মাধ্যমে তথ্য-প্রযুক্তিগত সেবানির্ভ্র ক্লাস কার্য্ক্রম পরিচালিত হচ্ছে। নারী শিক্ষার প্রসারের লক্ষে ময়মনসিংহ শহরের বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিত্তশালী ব্যাক্তিবর্গের আন্তরিক প্রচেষ্টায় ০১ জুলাই ১৯৮১ সনে অধ্যক্ষ ১৯৮৩-৮৪ শিক্ষাবর্ষ্ হতে বোর্ডের অস্থায়ী স্বীকৃতি লাভ করে। তৎকালীণ সুযোগ্য জেলা প্রসাসক জনাব আনসার অলী সিদ্দিকীর সহায়তায় ও বিভিন্ন শিক্ষানুরাগী এবং বিত্তশালী ব্যাক্তিবর্গের অক্লান্ত প্রচেষ্টায়  ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র ৩১ সি.কে. ঘোষ রোড , ময়মনসিংহে এই শিক্ষা প্রতিষ্টানটি স্থায়িত্ব পায়। ১৯৮৪-৮৫ শিক্ষাবর্ষ্ হতে ঢাকা শিক্ষাবোর্ড্ কর্তৃক স্থায়ী স্বীকৃতি এবং ১৯৮৬ সাল হকত এইচ.এস.সি পরীক্ষার কেন্দ হিসেবে এ কলেজ অনুমোদন পায়। ১৯৯০-৯১ শিক্ষাবর্ষ্ হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পর্যায়ে অধিভুক্ত প্রাপ্ত হয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক পর্যায়ে বি. এ , বি.এস.এস এর পাঠদান কার্য্ক্রম সুষ্ঠভাবে পরিচালিত হচ্ছে। অচীরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হিসাববিজ্ঞান , বব্যবস্থাপনা , রাষ্ট্রবিজ্ঞান ও সমাজকর্ম্ এই ৪ টি বিষয়ে চার বছর ব্যাপী অনার্স্ কোর্স্ শুরু হতে যাচ্ছে। এছাড়াও ২০১৩-১৪ শিক্ষাবর্ষ্ থেকে ময়মনসিংহ মহিলা ডিগ্রী কলেজে এইচ.এস.সি , বি.এম কোর্স্ চালু করেছে। যা অবশ্যই নারী শিক্ষায় এবং প্রগতিশীল নারী জাগরণের ক্ষেত্রে এক বিশেষ অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস।