বেতন
• সকল বিভাগের জন্য মাসিক বেতন ৬০০/-
• প্রতিমাসের ১০ তারিখের মধ্যে মাসিক বেতন পরিশোধ করতে হবে। নিয়মিত মাসিক বেতন পরিশোধ না করলে প্রথম মাসে ১০/- (দশ)টাকা দ্বিতীয় মাসে ২০/-(বিশ) টাকা হারে বৃদ্ধি পাবে।
উপবৃত্তি
• দরিদ্র ও মেধাবি ছাত্রীদের সরকারী উপবৃত্তির ব্যবস্থ্ রয়েছে। উপবৃত্তি প্রাপ্ত ছাত্রিদের মাসিক বেতন প্রদান কতে হয়না।
ক্লাসে উপস্থিতির নিয়মাবলী
• তত্ত্বীয় ব্যবহরিক প্রতিদিন প্রতি ক্লাসে অনুপস্থিতির জন্য ৫/- এবং ১ দিন ক্লাসে অনুপস্থিতির জন্য ৩০/- আবাসিক শিক্ষার্থীর ক্লাসে অনুপস্থিতির জন্য ৫০/-
• মাসিক পরিক্ষায় অনুপস্থিতির জন্য প্রতি বিষয়ে ২৫/- টাকা জরিমানা
• কোন শিক্ষক কর্মচারির সঙ্গে অসদাচরণ করলে সর্বোচ্চ শাস্তি কলেজ থেকে বহিষ্কার।
• কলেজের কোন আসবাবপত্র, লাইট, ফ্যান, ইলেকট্রিক যন্ত্রপাতি বা কোন কিছুর ক্ষতি করলে ক্ষতিগ্রস্থ জিনিসের মেরামত খরচ বর্তমান মূল্যে আদায় করা হবে। দোষী ব্যাক্তিকে সনাক্ত করা সম্ভব না হলে সকল ছাত্রীদের নিকট থেকে উক্ত জরিমানা আদায় করা হবে।
• যুক্তিসঙ্গত কারন ছাড়া নূন্যতম ৭৫% ক্লাসে উপস্থিত থাকা বাঞ্চনিয়। শিক্ষা মন্ত্রালয়ের পরিপত্র অনুযায়ী ৭৫%- এর নীচের ক্লাসে উপস্থিত থাকলে তাকে চূড়ান্ত পরিক্ষায় অংশগ্রহন করতে দেয়া হয় না।
• ক্লাসে প্রতিটি বিষয়ের জন্য আলাদা খাতা সঙ্গে আনতে হবে।
• যুক্তিসঙ্গত কারনে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন করলে অনুপস্থিতির জরিমানা মওকুফ করা যেতে পারে। তবে আবেদন পত্রে অবশ্যই অভিভাবকের স্বাক্ষর থাকতে হবে।
• প্রতি মাসের বেতনের সাথে ঐ মাসের অনুপস্থিতি জনিত জরিমানা অবশ্যই পরিশোধ করতে হবে।